প্রাকৃতিক সৌন্দর্য ও সমাজিক দায়বদ্ধতামূলক বার্তা বহনকারী সাজসজ্জা নিয়ে ইলিশের বাড়ী চাঁদপুর নামকরণে ব্যাতিক্রমী দূর্গাপূজার মন্ডপ সাজিয়ে নজর কেড়েছে একটি দূর্গাপূজা মন্ডপ। এটি চাঁদপুরের পুরানবাজার দাসপাড়া সর্বজনীন কালী মন্দির ও দূর্গা মন্দির কমিটির আয়োজনে এই পূজোমন্ডপের কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার দারুন আকর্ষিত এই পূজোমন্ডপটি দেখতে সনাতনী ভক্তদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। সপ্তমী পূজার দিন সরেজমিনে দেখা যায়, ১৮ শতাংশের জায়গা জুড়ে নানা রঙ্গের বাতি ও ডেকোরেটরের কাজে পূজোমন্ডপটিতে ভিন্নমাত্রা যোগ করেছে জেলে, জাটকা ইলিশ, মা ইলিশ, কারাগারে অপরাধী জেলে, সাম্পান নৌকা দিয়ে জেলেদের মাছ ধরা, নদী, জাল, ক্রেতার ইলিশ মাছ কেনা বেচা, ইলিশ চত্ত্বরসহ প্রাকৃতিক নানা দিক। ইলিশময় পুরো এই সাজসজ্জাময় মন্ডপটির নাম দেয়া হয়েছে ইলিশের বাড়ী চাঁদপুর। আর আয়োজকরা এই উদ্যোগে এবারের প্রতিপ্রাদ্য রেখেছে...