মণ্ডপে ২৪ ঘণ্টা ভলান্টিয়ার রাখার নির্দেশ দিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, সার্বক্ষণিকভাবে এই ভলান্টিয়াররা যেন সক্রিয় থাকে। এছাড়া রাতের বেলা যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে সেটিও নিশ্চিত করতে হবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, চলমান দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ বছর দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে র্যাবের পক্ষ থেকে যাবতীয় আয়োজন করা হয়েছে। র্যাবের টহল বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে, সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী তৎপর। এছাড়া বিভিন্ন মণ্ডপে র্যাবের টহল দল নিয়মিত ভিজিট করছে। তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব দুর্গাপূজার...