বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির বলেছেন, ‘যারা একটা পৃথিবীর ইতিহাসের ভয়াবহ গণহত্যার সঙ্গে পাকিস্তানিদের পরিচালনায় গণহত্যার সঙ্গে সক্রিয় সহযোগিতা করেছে, জামায়াত ইসলামী যদি আশা করে যে তাদেরকে প্রশংসা করতে হবে, তাদের সম্পর্কে ইতিবাচক কথা বলতে হবে, এই আশা করাটা খুবই অন্যায়। তাদের দিক থেকে কিন্তু তারা এই অন্যায়টা বোঝে না। তাদের বিরুদ্ধে বললেই আমাদেরকে অশ্লীল ভাষায় গালাগাল দেয়।তিনি মনে করেন, জামায়াতের বিচার এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি এবং দল হিসেবে তাদের বিচার হওয়া জরুরি।অতীতের নৃশংস অপরাধ এবং সমাজে তাদের অব্যাহত প্রভাব যথাযথ বিচারহীন থাকলে দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। শুধু ব্যক্তিগত নয়, দলীয় পর্যায়ে পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া নিশ্চিত করাই সময়ের দাবি।সম্প্রতি বেসরকারি টেলিভিশনের ‘তৃতীয় মাত্রায়’ অংশ নিয়ে নুরুল কবির এসব কথা বলেন। অনুষ্ঠানের সঞ্চালন করেন...