তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ ২১ জনের মনোনয়ন স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন— পিএসসি। কমিশন বলছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মূল সনদ ‘না থাকায়’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ জনের মধ্যে ১৯ জন সহকারী সার্জন পদে নিয়োগের জন্য মনোনীত হয়েছিলেন। দুজন মনোনয়ন পেয়েছিলেন সহকারী ডেন্টাল সার্জন পদে। এদের বাইরে সহকারী সার্জন পদে মনোনীত দুজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এমবিবিএসের সনদ না থাকার কারণে। সোমবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮১২৬৪২৪, ৪৮১০০০৬৭, ৪৮১১৮৮৯১, ৪৮১১০৬০৬, ৪৮১০৪৮৬২, ৪৮১৩০৮৫৮, ৪৮১১০৪৫৪, ৪৮১২৮২৭০, ৪৮১০৫০২৫, ৪৮১৩২৩৪০, ৪৮১১৩৬০৪, ৪৮১২৯৫১৭, ৪৮১০২৫৪৩, ৪৮১০৪৫১৬, ৪৮১০৪৬৭৮, ৪৮১০৫৮৬৬, ৪৮১৩৫৬৭৮, ৪৮১০৬৮৯৩ ও ৪৮১০৯৫৪৭ রোল নম্বরধারীদের সহকারী সার্জন...