বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ উন্মুখ হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। কাজেই মনে রাখবেন আপনারা কোনো সময় কারো কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হন, জনগণকে ঐক্যবদ্ধ করুন, প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মা-বোনকে উজ্জীবিত করুন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে মতবিনিময় ও যৌথ কর্মী সম্মেলনে এসব কথা বলেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডা. জাহিদ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য নির্বাচন কমিশন, প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সব সময় মাঠে থাকবে। কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীদের এই দেশে সরব হতে দেওয়া যাবে না। যাদের হেরে যাওয়ার সম্ভাবনা আছে তারাই ষড়যন্ত্র করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য...