সেলিব্রিটি শো ‘স্টারগল্প’ আবার ফিরছে নতুন রূপে, নতুন অতিথি সঙ্গে নিয়ে। এই অনুষ্ঠানটির দ্বিতীয় সেশনের শুরুতে অতিথির আসনে বসছেন দুই গুণী তারকা। তারা হলেন বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় জগতের অন্যতম মুখ তারিক আনাম খান। দুই কিংবদন্তির সঙ্গে উপস্থাপনায় থাকছেন যথারীতি সাংবাদিক পান্থ আফজাল। নতুন সিজনে এই দুই গুণী শিল্পীর সাথে আলাপচারিতায় উঠে এসেছে শিল্প, সংস্কৃতি ও জীবনের নানা দিক। এই ব্যতিক্রমী আয়োজনে তারকারা তাদের শৈশব, ফেলে আসা দিন, শিল্পী জীবনের চড়াই-উৎরাই, জীবনদর্শন, প্রেরণাদায়ী স্মৃতি, না বলা অনেক কথা, জীবনের নানা অসঙ্গতি ও সফলতার গল্প এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন মনজুরুল হক মঞ্জু, অনুষ্ঠান পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে উজ্জ্বল রহমান। উপস্থাপক পান্থ আফজাল বলেন, ‘‘স্টারগল্প’ শুধুমাত্র বিনোদন নয়, বরং এটি এক ধরনের...