ভারতের নাগরিক ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওআইসি) কার্ডধারীদের এই কার্ড পূরণ করার দরকার হবে না। শুধু বিদেশি ভ্রমণকারীদের জন্যই এই নিয়ম কার্যকর করা হয়েছে।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইমিগ্রেশনের দীর্ঘ লাইনে অপেক্ষা ও কাগজে শর্তপূরণের ঝামেলা এড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ডিজিটাল কার্ড চালু হলে ভ্রমণকারীরা আগেভাগেই তাদের তথ্য জমা দিতে পারবেন এবং বিমানবন্দরে পৌঁছে ঝামেলা ও সময় নষ্ট করা ছাড়াই দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন।এ উদ্যোগের ফলে ভারত যুক্ত হয়ে গেলো যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও তাইওয়ানের মতো দেশগুলোর কাতারে, যেখানে ইতিমধ্যেই কাগুজে আগমন কার্ড বাতিল করা হয়েছে।বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের মতো বিপুলসংখ্যক যাত্রী প্রবেশের দেশে ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড পুরোদমে চালু হলে ইমিগ্রেশন প্রক্রিয়ায় সময় সাশ্রয়, দক্ষতা বৃদ্ধি ও যাত্রীসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।নিউজজি/এস আর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইমিগ্রেশনের দীর্ঘ লাইনে অপেক্ষা...