নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং-এর বিরুদ্ধে শপিং ব্যাগের মূল্য নেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর), সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা এই নোটিশ পাঠান আড়ং করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। নোটিশে উল্লেখ করা হয়, আড়ং-এর একজন নিয়মিত গ্রাহক হিসেবে তিনি সবসময় ফ্রিতে কাগজের ব্যাগ পেয়ে এসেছেন। কিন্তু সম্প্রতি মগবাজার আউটলেট থেকে কেনাকাটার সময় জানানো হয়, এখন থেকে ব্যাগ কিনতে হবে। এ সময় বিলের সঙ্গে একটি লিফলেট দিয়ে বলা হয়, “আপনার প্রিয় আড়ং ব্যাগ এখন আরও অর্থবহ”—যার অর্থ ব্যাগ বিক্রির টাকা গাছ লাগানোর প্রকল্পে ব্যয় হবে। অ্যাডভোকেট নিশাত ফারজানা দাবি করেন, ব্যাগের মূল্য নির্ধারণ করে তা গ্রাহকের উপর চাপিয়ে দেওয়া একধরনের জবরদস্তি ও অসাধু ব্যবসায়িক আচরণ। তিনি বলেন, “এই উদ্যোগ যদি আড়ংয়ের...