জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে আয়োজিত মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন চুরি, দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও স্বেচ্ছাচারীতা সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। গত ১৪ মাসে এই খাতে জালিয়াতি ও বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি বন্ধ হয়নি। সোমবার সকালে আয়োজিত সভায় তিনি বলেন, ভারতের আদানি গ্রুপের সাথে অসম বিদ্যুৎ চুক্তি থেকে সরকার এখনও বেরিয়ে আসেনি। তিনি অনতিবিলম্বে হয়রানিমূলক প্রি পেইড মিটার সংযোগ বন্ধ এবং বিদ্যুৎ এর ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিল করার দাবি জানান। তিনি জরুরি ভিত্তিতে সুন্দরবনবিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের আহবান জানান।তিনি গণশুণানী ছাড়া আগামীতে কোন মেগা প্রকল্প গ্রহন না করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আবদুস সালাম...