চিলিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। প্রথম রাউন্ডেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে আর্জেন্টিনা। তাদের জয়ের দিনে জয়বঞ্চিত হয়েছে ব্রাজিল। ১০ জন খেলোয়াড় নিয়ে ৩-১ গোলে কিউবাকে হারিয়েছে আর্জেন্টিনা। অপরদিকে মেক্সিকোর বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে। গত রবিবার ব্রাজিলের ফিগুয়েরোয়া ব্র্যান্ডার স্টেডিয়ামে কিউবার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই আলেহো সার্কো গোল করে দলকে এগিয়ে নেন। তবে মাত্র ১০ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সান্তিয়াগো ফার্নান্দেজকে। কোচ ডিয়েগো প্লাসেন্টে রিভিউ চাইলেও রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করেননি। এক খেলোয়াড় কম নিয়েই চাপ সামলে খেলা চালিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল করেন সার্কো, এবার হেডে। খেলোয়াড় কম থাকা সত্ত্বেও দুর্দান্তভাবে লড়াই চালিয়ে যায় দলটি। ম্যাচের শেষ দিকে সুবিয়াব্রে আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়...