ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধা(৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সাপে কামড়ের এক ঘন্টার মধ্যে হাসপাতালে আনার পর এন্টিভেনম দেওয়ার পরও রোগীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিনি মারা যান। নিহত খলিল মৃধা উপজেলার সাতৈর ইউনিয়নের ইন্তাজ মৃধার ছেলে। হাসপাতাল ও পরিবার সুত্রে জানাগেছে, শনিবার দুপুর বারটার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে ছাগল আনতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হন। তাৎক্ষণিক এক ঘন্টার মধ্যে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা শুরু করা হয়। এ সময় এন্টিভেনম দেওয়া হলেও দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, খলিল মৃধা নামের এক ব্যক্তিকে সাপে কাটার ঘন্টা খানেক পরে তার স্বজনেরা উপজেলা...