নীল আকাশে সাদা-কালো মেঘের খেলা, তার নিচে বাতাসে দুলছে শুভ্র কাশফুল, এ যেন প্রকৃতির এক অনন্য কাব্য। ভাদ্র-আশ্বিন মাস এলেই শুরু হয় শরতকাল। বৃষ্টিভেজা দিন শেষে এ ঋতু আসে পবিত্রতা আর সৌন্দর্যের নতুন বার্তা নিয়ে। আকাশে মেঘের ভেলা, মাঠে কাশফুলের দোলা সব মিলিয়ে শরৎ প্রকৃতিকে দেয় ভিন্ন মাত্রা। শরতের কথা উঠলেই সবার আগে মনে আসে কাশফুলের কথা। নদীর পাড়, বালুচর, জলাভূমি কিংবা গ্রামের উঁচু জমিতে যেখানেই চোখ যায়, দেখা মেলে শুভ্র কাশফুলের রাজ্য। দূর থেকে মনে হয়, আকাশের সাদা মেঘ নেমে এসেছে জমিনে। এই কাশফুলের শুভ্র হাসিই জানান দেয় শরৎ এসেছে। ভ্যাপসা ও অস্বস্তিকর গরমের অবসান ঘটিয়ে শীত আসার বার্তাও দেয় এ ফুল। কাশফুলের সৌন্দর্য দোলা দেয় মানুষের মনেও। তাই এই সৌন্দর্য উপভোগের জন্য ছুটে আসে নানা বয়সি মানুষ নদনদীর...