ভারতের বিপক্ষে দলের জয়ের জন্য ভাঙা কাঁধ নিয়ে একহাতে ব্যাট করতে মাঠে নেমে পড়েছিলেন ক্রিস ওকস। বেশিদিন হয়নি এই ঘটনা। তবু, জায়গা পাননি দলে। আগামী নভেম্বর ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী লড়াই অ্যাশেজ শুরু হবে। সেই সিরিজে নেই ওকস। অভিমানেই কি না, বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) এক ইনস্টাগ্রাম পোস্টে বিদায়ের ঘোষণা দেন ওকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। বিদায়ের ঘোষণায় ওকস বলেন, ‘সময়টা এসে গেছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময়। ইংল্যান্ডের হয়ে খেলা ছিল আমার শৈশবের স্বপ্ন। পেছনের বাগানে খেলতে খেলতেই সেই স্বপ্ন দেখতাম। স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে নিজেকে দারুণ ভাগ্যবান মনে করি।’ জাতীয় দলের স্মৃতি নিয়ে ওকস বলেন, ‘২০১১ সালে অস্ট্রেলিয়ায় অভিষেক হয়েছে। মনে...