নয়নের মণি রাতারাতি কীভাবে চোখের বালি হয়ে ওঠেন, বাস্তবের ‘র্যাঞ্চো’ সোনম ওয়াংচুক এর নবতম দৃষ্টান্ত। লাদাখের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও পরিবেশ সচেতক যে আইনে গ্রেপ্তার হয়েছেন, সরকার চাইলে এক বছর তো বটেই, আরও বহুকাল তাঁকে বিনা বিচারে আটকে রাখতে পারে। এভাবেই পাঁচ বছর ধরে জেলে পচেছেন ভীমা কোরেগাঁও মামলার অভিযুক্ত ব্যক্তিরা। পাঁচ বছর কেটে গেলেও জামিন পাননি ২০২০ সালে দিল্লি দাঙ্গার অভিযুক্তরা। সরকার চাইলে এভাবেই বছরের পর বছর সোনম ওয়াংচুককে কারাগারের অন্তরালে রেখে দিতে পারে। কারণ, সরকারি বয়ানে তিনি ‘পাকিস্তানি চর’! যে মানুষটি দেশের সেনাদের জন্য দুর্গম তুষারাচ্ছাদিত অঞ্চলে বসবাসের উপযোগী বাসস্থান গড়ে তুলেছেন, যেখানে শরীর উষ্ণ রাখতে বাড়তি জ্বালানির প্রয়োজন নেই, সেই মানুষটিকে সরকার অবলীলায় ‘পাকিস্তানি চর’ বলে দাগিয়ে দিতে কুণ্ঠা বোধ করল না! লাদাখের পানি সমস্যার সুরাহায়...