২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম এশিয়া কাপের ১৭তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিজয়ী দল হিসেবে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার গেছে তাদের ঝুলিতে। ব্যক্তিগত অর্জনেও অনেকের পাল্লা হয়েছে ভারি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৫ উইকেটে হারায় পাকিস্তানকে। শিরোপা জয়ের জন্য ভারত ৩ কোটি ৬৩ লাখ টাকা পুরস্কার পেয়েছে। রানার্স-আপ হয়ে পাকিস্তান জিতে নেয় ১ কোটি ৮২ লাখ টাকা। ফাইনালে ম্যাচ জয়ী ইনিংস খেলার জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিলক ভার্মা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৬৯ রান করেন তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। ৭ ম্যাচ খেলে ৭ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৪.৮৫ গড় ও ২শ স্ট্রাইক রেটে টুর্নামেন্টে...