ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও অনলাইন বৈঠক ঠেকাতে দুটি যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই দুটি অ্যাপ হলো টেলিগ্রাম ও বোটিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অ্যাপ দুটি বন্ধ করে দেওয়া হবে।রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ভারতে চলে যান। দলের বেশিরভাগ মন্ত্রী ও নেতা সেখানেই অবস্থান করছেন এবং সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছেন। ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তারা দেশে অস্থিরতা তৈরির নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব বৈঠকে মূলত টেলিগ্রাম ও বোটিম ব্যবহৃত হচ্ছে।এদিকে ২৪ সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া...