জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করা এবং আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলার ক্ষেত্রে অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ মো. আব্দুর রশীদ। তিনি বলেন, “এই চ্যালেঞ্জ শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। সমন্বিত উদ্যোগ, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং সময়াবদ্ধ বাস্তবায়নের মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব।”আরো পড়ুন:সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকেপিএসসি ও শ্রম মন্ত্রণালয়ে নতুন সচিব সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ‘যৌথ ঘোষণা' বাস্তবায়নের কর্মকৌশল নির্ধারণ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কৃষি, খাদ্য, শিল্প, বাণিজ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ পাঁচটি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব...