নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেনের শেয়ারের মূল্য এবং লেনদেনে অস্বাভাবিকতা পরিলক্ষিত হওয়ায় কঠোর অবস্থানে গেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থা এই অস্বাভাবিক গতিবিধি খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে। বিএসইসি-র নির্দেশনার ভিত্তিতেই ডিএসই ইতোমধ্যেই আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বিএসইসি-র পরিচালক ও মুখপাত্র আবুল কালাম শেয়ারনিউজকে বলেছেন, ডিএসই-র তদন্ত প্রতিবেদন হাতে পেলে কমিশন যথাযথ আইনি ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, বিএসইসি-র নিজস্ব সার্ভিল্যান্স টিম প্রতিদিন কোম্পানিটির লেনদেন এবং শেয়ারের দাম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিএসইসি কর্তৃক ডিএসই-কে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, জিকিউ বলপেনের শেয়ারের দাম ও লেনদেনে সুস্পষ্ট অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের পেছনে কোনো প্রকার কারসাজি চক্রের হাত রয়েছে কিনা, তা বিস্তারিতভাবে যাচাই করার জন্য ডিএসইকে নির্দেশ...