বরিশালে যুবলীগ নেতা মাসুম খানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নগরীর সাগরদী ও ভাটারখাল সিটি মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আটকরা হলেন- বরিশাল সিটির ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খান ও সিটি মার্কেট এলাকার বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আউয়াল খান।পরে বিএনপির অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে হত্যা চেষ্টার পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলে পাঠানোর আদেশ দেন।এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, রাজনৈতিক মামলায় মাসুম ও আউয়ালকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।১৩ মাসে ১৪ খুন, উদ্বিগ্ন জনসাধারণবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অস্ত্রশস্ত্র ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যুবলীগ...