গত ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের রাজগিরে হয়েছে এশিয়া কাপ হকি। টুর্নামেন্ট শেষ হলেও শেষ হয়নি বাংলাদেশের মিশন। এশিয়া কাপ থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করার হিসাব এখনো বাকি বাংলাদেশের। ষষ্ঠ হওয়ার কারণে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে যায়নি পাকিস্তান। এশিয়া কাপে ষষ্ঠ হওয়া বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে পাকিস্তান পাচ্ছে বিশ্বকাপে ওঠার যোগ্যতা অর্জনের প্লে-অফ খেলার সুযোগ। এই আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন নিয়ম। এই প্লে-অফের ম্যাচ খেলতে পাকিস্তান আসবে বাংলাদেশে। ম্যাচ তিনটি হবে ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে। সেভাবে বাংলাদেশ হকি ফেডারেশন প্রস্তাব দিয়েছে। বাংরাদেশ হকি ফেডারেশনের...