বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করলেও, নিজেদের পণ্য ব্র্যান্ড হিসেবে পরিচিত করাতে পারেনি। প্রচার ও ব্র্যান্ডিংয়ের দুর্বলতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো পণ্য রপ্তানিতে পিছিয়ে পড়ছে। আজ সোমবার রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। এলডিসি উত্তরণ পরবর্তী পণ্যে বৈচিত্র্য আনতে সরকারি-বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ২৫ থেকে ৩০ শতাংশ অবদান রাখলেও এ খাত এখনও অবহেলিত। গুণগত মানের অনেক পণ্য তৈরি হলেও, সঠিক মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের অভাবে দেশ-বিদেশে চাহিদা বাড়ছে না। ডিসিসিআই আয়োজিত সেমিনারে বক্তারা সভাপতি তাসকিন আহমেদ বলেন, দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের ৯০ শতাংশই ছোট ও মাঝারি শিল্প। তবে সঠিক কর্মপরিবেশ,...