বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্চি। সোমবার সকালে ঢাকার বসুন্ধরায় জামায়াতে আমিরের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কাউন্সিলন জিগড্রেল ওয়াই শেরিং উপস্থিত ছিলেন। সাক্ষাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ হয়েছে। ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও...