গাজীপুর মহানগরের পুবাইল থানার সমরসিং এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে হাবিব পাম্পের সামনে বাইপাস-গাউসিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুর মহানগরের পুবাইল থানার তালটিয়া পূর্বপাড়ার বাসিন্দা মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) ও একই থানার তালটিয়া বাথানবাড়ীর বাসিন্দা জামান মিয়ার ছেলে লিখন (২১)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারা দুজন মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে যাচ্ছিলেন। একপর্যায়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গাজীপুর মহানগরের...