ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫–এর জাতীয় পর্বে অসাধারণ সাফল্য অর্জন করেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে শিক্ষা প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে। শিক্ষার্থী অন্তু, ফুয়াদ ও মিজান এর সমন্বয়ে দলটির প্রত্যেকেই গোল্ড মেডেল অর্জনের গৌরব অর্জন করে। যা তাঁদেরকে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের দ্বার উন্মোচন করে দিয়েছে। একই প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপেও শিক্ষা প্রতিষ্ঠানটির অন্য একটি দল উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। অষ্টম শ্রেণির সাবিব, রোশান ও নবম শ্রেণির মাহির এর সমন্বয়ে গঠিত এ দল জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করে। তাঁরা বর্তমানে রোবট ক্যাম্পিংয়ে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পর্বে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার আশা রাখছে। প্রতিষ্ঠানের আইসিটি বিষয়ের প্রভাষক মো. বায়েজীদ হোসেন শিক্ষার্থীদের এ অনন্য সাফল্যের পেছনের...