দেশে নির্বাচন আর ভোট নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে এবার ‘আমার প্রথম ভোট’শিরোনামে নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সঙ্গীতশিল্পী মামুন মন্ডল। গানটির কথা লিখেছেন কবি ও গণমাধ্যমকর্মী রফিক মোয়াজ্জেম।গানের সুর করেছেন মামুন মন্ডল নিজেই। যার সঙ্গীত আয়োজন করেছেন শিবলু মাহমুদ। গানটি প্রকাশ হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘এফকে মিউজিক ভিডিও স্টেশন’ থেকে।রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে ধারণ করা হয়েছে গানটির ভিডিও চিত্র। ডিএইচ কবির খানের নির্দেশনায় এতে নৃত্য পরিবেশন করেছে ডিএইচ টীম।গানটির প্রসঙ্গে সংগীতশিল্পী মামুন মন্ডল বলেন, বিভিন্ন সময়ে প্রচলিত ধরনের অনেক গান করেছি। তবে এবারের আকর্ষণ ‘আমার প্রথম ভোট’ নামের ব্যতিক্রমধর্মী একটি গান। আশা করছি দর্শক শ্রোতারা খুব পছন্দ করবেন।এফকে মিউজিকের কর্ণধার এফকে বাবু বলেন, গানের কথাগুলো সুন্দর। শিল্পী মামুন মন্ডলও ভালো গেয়েছেন। ভিন্ন আয়োজনে তৈরি করা হয়েছে মিউজিক ভিডিও।...