দেশে প্রতি ৫ মৃত্যুর একটি হৃদরোগজনিত বলে জানিয়েছেন অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। তামাক এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে বলেও জানান তিনি। বিশ্ব হার্ট দিবস পালন উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত গণমুখী সেমিনারে এ কথা বলেন তিনি। ‘প্রতিটি হৃৎস্পন্দনই জীবন’ প্রতিপাদ্যে আজ বিশ্ব হার্ট দিবস পালন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। দিনব্যাপী কর্মসূচিতে ছিল র্যালি, সেমিনার, বিনামূল্যে হৃদরোগ নির্ণয় ক্যাম্প এবং দেশব্যাপী জনসচেতনতা কার্যক্রম। মিরপুরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে শুরু হওয়া র্যালি শেষে ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত গণমুখী সেমিনারে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। জীবনাচরণে পরিবর্তন জরুরি: প্রধান অতিথির মতে, অসংক্রামক রোগের প্রকোপ কমাতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সবাইকে একসঙ্গে...