২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম যখন বল হাতে পেলেন ততক্ষণে পড়ে গেছে প্রতিপক্ষের ৫ উইকেট। তবে বাকি গল্পটা কেবলই আলাউদ্দিন বাবুর। একাই বরিশাল বিভাগের বাকি ৫ উইকেট তুলে নিয়ে রংপুর বিভাগের জয়ে রাখলেন দারুণ অবদান। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ১১তম ম্যাচে সোমবার সিলেটে বরিশালকে ১০৬ রানে গুটিয়ে ৬ উইকেটে জিতেছে রংপুর। ১৬ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা আলাউদ্দিন। ৩৩ বছর বয়সী এই মিডিয়াম পেসারের বলে নেই তেম গতি, সুইংও পানি তেমন। তবে প্রতিপক্ষের ব্যাটারদের ব্যর্থতা ও নিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তিনি পেয়ে যান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বরিশাল। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। দলটির হয়ে বিশোর্ধো ইনিংস...