অ্যাপল ওয়াচে যুক্ত হয়েছে নতুন ‘স্লিপ স্কোর’ সিস্টেম। এটি ব্যবহারকারীর ঘুমের মানকে বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করবে। অনেক সময় মানুষ নিয়মিত ঘুমালেও সকালে উঠে ক্লান্তি অনুভব করে এবং বুঝতে পারে না আসলে ঘুম কতটা কার্যকর ছিল। এই অবস্থায় সাধারণ ঘুম ট্র্যাকিং গ্রাফ বিশেষ কাজে আসে না। এমন পরিস্থিতির জন্যই অ্যাপল এনেছে স্লিপ স্কোর ফিচার। এটি ঘুমের মানকে একটি সংখ্যা ও রেটিং আকারে দেখাবে। অ্যাপল ওয়াচ বহু বছর ধরে ব্যবহারকারীদের ঘুম ট্র্যাক করার সুবিধা দিয়ে আসছে। এতে ঘুমের তিনটি মূল ধাপ এবং ঘুম থেকে উঠার সময়ের বিশদ বিশ্লেষণ দেখা যায়। তবে এই গ্রাফিক্স সাধারণ ব্যবহারকারীর জন্য বোঝা কঠিন হয়ে যেত। নতুন স্লিপ স্কোর সিস্টেম সেই জটিলতাকে সহজ করে তুলবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘স্ল্যাশগিয়ার’। এই ফিচার এসেছে ওয়াচওএস ২৬ আপডেটে এবং পাওয়া...