অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সাবা’। ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বড় পর্দায় প্রথম কাজ! জি, ঠিকই শুনেছেন। ‘প্রিয় মালতী’ আগে মুক্তি পেলেও ‘সাবা’–ই তাঁর বড় পর্দায় প্রথম কাজ। সে হিসেবে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল আকাশছোঁয়া। মাকসুদ হোসেন পরিচালিত এই ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়ে অবশেষে দেশের দর্শকদের সামনে এলো। উপহার দিল প্রত্যাশার চেয়েও বেশি কিছু। ‘সাবা’ কেবল একটি চলচ্চিত্র নয়, আবেগ, ত্যাগ ও কঠিন বাস্তবতার এক মর্মস্পর্শী দলিল এটি। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে সাবা নামের এক তরুণীকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। হুইলচেয়ারে বন্দী পক্ষাঘাতগ্রস্ত মা (রোকেয়া প্রাচী) ও নিখোঁজ বাবার সংসারে সাবার জীবনসংগ্রামই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের টানাপড়েন, মায়ের চিকিৎসার খরচ এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে সাবা...