কয়েক বছর ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সবশেষ ২০১৮ সালে সাদেক সিদ্দিকী পরিচালিত ছবি ‘ডাইরেক্ট অ্যাটাক’-এ অভিনয় করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এটি মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী নিজেই। তিনি জানান, এর আগেও বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েও শেষপর্যন্ত পিছিয়ে যায়। এ ছাড়া অন্তরালে থাকা পপির ফেরার অপেক্ষাতেও ছিলেন তিনি। কিন্তু এবার মুক্তির তারিখ চূড়ান্ত বলে জানালেন নির্মাতা। তিনি বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। এবার মুক্তি পাবে এটাই চূড়ান্ত।’ যোগ করে বলেন, ‘অনেক আগেই সিনেমাটির মুক্তির অনুমতি পেয়েছিলাম। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে সিনেমাটি মুক্তি দেব। এতদিন ওর অপেক্ষায় ছিলাম। তবে সেটা আর হচ্ছে না। পপির সঙ্গে আমার...