খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলগত ধর্ষণ, ওই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামা মানুষের ওপর সশস্ত্র হামলা, গুলি চালিয়ে হত্যা—সব মিলিয়ে পার্বত্য চট্টগ্রাম যেন এক ভয়াল জনপদে পরিণত হয়েছে। অথচ রাষ্ট্র নির্বিকার, ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি নির্বাক আর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো চোখ বুজে নীরব দর্শক। স্বাধীনতার অর্ধশতক পেরোনো এই বাংলাদেশে পাহাড়ের মানুষ এখনো কি নাগরিক বলে গণ্য হয়? নাকি তারা কেবল রাষ্ট্রের বুকে অবহেলিত এক ভূখণ্ডের অবাঞ্ছিত বাসিন্দা? আজ জাতীয় রাজনীতিতে অন্য খেলা চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, নির্বাচনি সংস্কার কতটুকু হবে, জুলাই ঘোষণাপত্র কোন দল কতটুকু মানবে—এসব নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাথাব্যথার শেষ নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাধারণ অধিবেশনে গিয়ে বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করছেন, বক্তৃতা দিচ্ছেন, শান্তি আর মানবাধিকারের...