মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনার জের ধরে উত্তপ্ত খাগড়াছড়িতে জেলা সদর, সদর উপজেলা পৌর এলাকা এবং গুইমারা উপজেলায় টানা তৃতীয় দিনের মত ১৪৪ ধারা চলছে। রোববার সহিংসতায় তিনজনের মৃত্যুর ঘটনার পর সোমবার সকাল থেকে নতুন করে গোলযোগের কোনো খবর না এলেও গুইমারা উপজেলায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সোমবার দুপুর থেকে অবরোধ শিথিল হওয়ায় খাগড়াছড়ি জেলার সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের পথে যান চলাচল শুরু হয়েছে। তবে জুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধে রাঙামাটির সঙ্গে যান চলাচল এখনো বন্ধ রয়েছে। খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙাসহ নয় উপজেলার সঙ্গেও জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ। এসব পথে জরুরি সেবা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না। অবরোধের কারণে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পরেছে সাধারণ মানুষ। সাজেকে আটকে পরা ৫১৮ জন পর্যটককে সেনা নিরাপত্তা...