শান্ত থাকার আহ্বান সেক্টর কমান্ডার কর্নেল মোত্তাকিমের NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। খাগড়াছড়ি:খাগড়াছড়ি শহর ও স্বনির্ভর বাজার এলাকায় ২৭ সেপ্টেম্বর পাহাড়ি ও বাঙালি ছাত্র জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দোকান ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় স্বনির্ভর বাজারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি।তিনি জানান, ঘটনার প্রথম দিনেই (২৭ সেপ্টেম্বর) বিজিবির ৭টি প্লাটুন স্বনির্ভর বাজার ও চেঙ্গি স্কয়ার এলাকায় মোতায়েন করা হয় এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় বিজিবির ৯টি প্লাটুন দিন-রাত সার্বক্ষণিক টহল দিচ্ছে। এছাড়াও জরুরি পরিস্থিতি মোকাবেলায় আরও ২টি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।কর্নেল মোত্তাকিম বলেন, “কতিপয়...