এশিয়া কাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী নিয়ে বিতর্কের জেরে ভারতীয় দলের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ভারতীয় দলের সমালোচনা করে তিনি বলেন, ‘ভারত ক্রিকেটকে অসম্মান করেছে।’ ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘ভারত আমাদের সাথে হাত মেলায়নি, মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি। এতে শুধু আমাদেরই অসম্মান করেনি বরং গোটা ক্রিকেটকে অসম্মান করেছে।’ ভারতের এইসব কর্মকাণ্ড বাকি দলগুলোর উপর প্রভাব ফেলতে পারে বলেও জানান তিনি। সালমান আরো বলেন, ‘ক্রিকেটারদের রোল মডেল হওয়া উচিত, মাঠে এইসব কর্মকাণ্ড দেখলে ছোট ছোট ছেলে-মেয়েরা কি শিখবে? ভারত যা করেছে তা খুব খারাপ করেছে। ‘ রোববার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে কোনো ট্রফিই নেয়নি ভারতীয় দল। ট্রফি দেওয়ার কথা ছিল এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পিসিবি চেয়ারম্যান মহসিন...