২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম ‘ভারত একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ব্রহ্মোসের চেয়েও অনেক বেশি মারাত্মক’। গত জুলাইয়ে স্বাভাবিক নাটকের সাথে একটি উন্মত্ত শিরোনামে এই দাবি করেছিল ভারতীয় গণমাধ্যম। ‘চোখের পলকেই ধ্বংস হবে শত্রুঘাঁটি! ধরতে পারবে না রাডারও! হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালালো ভারত।’ এমন উত্তেজনাপূর্ণ শিরোনামে ফলাওভাবে প্রচার করা হয়েছিল সেই সংবাদ। তারা মূলত এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইলের (ইটি-এলডিএইচসিএম) কথা বলছিল। জুলাইয়ের মাঝামাঝি সময়ে দিনের আলোয় এটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। ব্রহ্মোসের মতোই, ভারতীয় কর্মকর্তারা ইটি-এলডিএইচসিএম’কে একটি ‘গেমচেঞ্জার’ হিসাবে বর্ণনা করেন। তবে, এই দাবিটি বিতর্কিতই রয়ে গেছে। ইটি-এলডিএইচসিএম হল ভারতের ‘প্রজেক্ট বিষ্ণু’র অংশ। এটি দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) পরিচালিত একটি গোপন প্রকল্প, যার লক্ষ্য দেশীয় হাইপারসনিক অস্ত্র...