দুর্গাপূজা চলছে। এবার পূজায় পরিবারের সঙ্গেই সময় কাটানোর পরিকল্পনা করছেন বিদ্যা সিনহা মিম। তবে এখনো ঠিক করেননি এবার কোথায় পূজা করবেন। কুমিল্লায় যাবেন, নাকি রাজশাহীতে থাকবেন সে নিয়ে দোটানায় রয়েছেন। তার ভাষায়, ‘এবারের পূজা পরিবারের সঙ্গেই উদযাপন করছি। তবে এখন পর্যন্ত ঠিক করিনি কুমিল্লায় যাব, নাকি রাজশাহী যাব। দুই জায়গাতেই অল্প অল্প করে ঘুরে আসব। এমন পরিকল্পনাও আছে।’ শৈশবের পূজার দিনগুলোর কথা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন মিম। বলেন, ‘ছোটবেলায় পূজার সময় রাজশাহীতে অনেক আনন্দ হতো। পদ্মা নদীতে নৌকা বাইচ হতো, সেটা খুব ভালো লাগত। বাসার পাশেই বিশাল মেলা বসত। এখন আর ওরকম বড় মেলা হয় না, ছোটখাটো হয়। শৈশবে ওই মেলাটা অন্য রকম ছিল। এখন ওই অনুভূতি আর নেই। এগুলো খুব মিস করি।’ পূজার দিনগুলোর ব্যস্ততা নিয়েও কথা মিম...