নারায়ণগঞ্জের ফতুল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে ঝুলে থাকা ট্রাকটি সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। তবে দুর্ঘটনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে এক রিকশা চালক নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানা ওসি শরীফুল ইসলাম। নিহত রিকশা চালকের নাম মোহর উদ্দিন (৩৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক আহমেদ। ওসি শরীফুল বলেন, দ্রুতগামী একটি ট্রাক সড়কের ওভারপাসের রেলিং ভেঙে ঝুলে যায়। তবে ট্রাকটির পেছনের অংশটি ওভারপাসের উপরে ছিল। ঘটনার সময় বৃষ্টি পড়ছিল এবং ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক মোহর ওভারপাসের নিচে রিকশা থামিয়ে বসে ছিলেন। “মোহর মাথায় গুরুতর আঘাত পাওয়া তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা...