সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আবারও আলোচনায় আসেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ফেসবুক পোস্টের পর ফেসবুকে একটি পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দুজনের মধ্যে পাল্টাপাল্টি পোস্টে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নাম উল্লেখ না করে সাকিবের নমিনেশন পাওয়া ও আওয়ামী লীগের রাজনীতি করা বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ। ফেসবুক স্ট্যাটাসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who.’ তিনি আরও লিখেছেন, যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে...