নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল টানা তিনদিন বন্ধ থাকার পরে চতুর্থ দিন দুপুর থেকে বাস চলাচল শুরু হওয়া। তবে কয়েকঘণ্টা চালু থাকার পর আবারও বন্ধ হয় বাস চলাচল। মালিক-শ্রমিক দ্বন্দ্ব নিরসন না হওয়ায় আবারও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপরে নাটোর থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে গেলেও বিকেল ৪টার দিকে আবারও বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে ২২ ও ২৩ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও নাটোর হয়ে ঢাকাগামী বাসের শ্রমিকরা। পরে মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে কিছু বেতন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু মালিকপক্ষ বৃহস্পতিবার মধ্যরাত থেকে বর্ধিত বেতন ভাতা দেওয়া সম্ভব নয় বলে বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী...