আসন্ন বোরো মৌসুমে রাজশাহীতে বিভিন্ন ধরনের সারের বিক্রয় মূল্য নির্ধারণ নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীলসহ বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএএফএ) রাজশাহী শাখার নেতারা। সোমবার সকালে রাজশাহী ফার্টিলাইজার ডিলার সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। ডিলার সমিতি বা বিএফএর নেতাদের দাবি, সরকারি সার উত্তোলন বিক্রয় ও বিপণনে বিসিআইসি ডিলাররা প্রতিনিয়ত নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া বিভিন্ন এলাকায় চাপ দিয়ে আগের ডিলারদের হয়রানি করা হচ্ছে। বিদ্যমান নীতিমালা বহাল রাখারও দাবি করেছেন তারা। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার নেতারা সংবাদ সম্মেলনে জানান, রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা এলাকার মোট ৮৯ জন বিসিআইসি ও ১৩১ জন বিএডিসি সার ডিলার রয়েছেন। সার ডিলার নিয়োগ নীতিমালা-২০০৯ মোতাবেক প্রতিটি ইউনিয়নে মাত্র একজন করে সার ডিলার থাকার কথা।...