তামিলনাড়ুর কারুরে পদদলিত হয়ে ৪০ জনের মৃত্যুর ঘটনায় তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় ও তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)-এর সরাসরি সমালোচনা করেছেন তামিল অভিনেতা সত্যরাজ। ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা সত্যরাজ বলেন, “যারা ভুল করেন, তাদের দায়িত্ব নিতে হবে এবং তা সংশোধন করতে হবে। ভুল অনিচ্ছাকৃতভাবেও হতে পারে, তবে ইচ্ছাকৃতভাবে ভুল করা অন্যায়।” তিনি বলেন,“যারা ভুল করেছেন, তাদের উচিত তা শোধরানো এবং নিশ্চিত করা যে যেন আর পুনরাবৃত্তি না হয়। ছোট ভুল হলেও সংশোধন করা দরকার। আর যদি অনিচ্ছাকৃতভাবে ঘটে থাকে, তবে ভবিষ্যতে তা আর যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।” শনিবার কারুরে বিজয় থালাপতি একটি জনসভা করেন। রাতের অন্ধকারে তিনি যখন তার প্রচারযান থেকে ভক্তদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন, তখন হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য গাড়ির দিকে...