প্রথমদিকে ভালো লাগলেও অতিরিক্ত আত্মপ্রেম সঙ্গীর জীবন দুর্বিষহ করে তুলতে পারে। তাই শুরুতেই বুঝে নেওয়া দরকার আপনার সঙ্গী আত্মপ্রেমী বা নার্সিসিস্ট কি না। মিলিয়ে নিন বৈশিষ্ট্যগুলো- ১. অন্যের সঙ্গে তুলনাসম্পর্কে মতের অমিল হওয়া খুব স্বাভাবিক। ছোটোখাটো নানাবিষয়ে টুকটাক ঝামেলা সকলেরই হয়। কিন্তু তা একান্তই দুজনের বিষয়। সেখানে তৃতীয় ব্যক্তিকে জড়িয়ে ফেলা কাম্য নয়। একইভাবে অন্য কারও সঙ্গে প্রেমিক বা প্রেমিকার তুলনা করাও ঠিক নয়। কিন্তু নার্সিসিস্টরা ঠিক সেই কাজই করেন। সঙ্গী যদি আপনাকে অন্য কারও সঙ্গে তুলনা করেন, আপনার মধ্যে এমন কিছু বদল চান, যা পরিচিত অন্য কারও রয়েছ, তাহলে সতর্ক হয়ে যান। ২. ইমোশনাল ব্ল্যাকমেইলভালোবাসা কখনও জোর করে আটকে রেখে হয় না। সঙ্গী যদি ভয় দেখিয়ে বা ইমোশনাল ব্ল্যাকমেইলি করে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে বুঝবেন সমস্যা আছে।...