গ্রুপপর্ব, সুপার ফোর এবং গতকাল ফাইনালে তিনবারের দেখায় পাকিস্তানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে ভারত। গতকাল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে রেকর্ড ৯ বার শিরোপা জিতে নেয় ভারত। পাকিস্তান টুর্নামেন্টে ষষ্ঠবার ফাইনালে খেলে চতুর্থবারের মতো হেরে যায়। এশিয়া কাপের সদ্য শেষ হওয়া আসরে বেশ কয়েকজন তারকা ব্যাটসম্যান দাপট দেখিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় তরুণ ওপেনার অভিশেক শর্মা। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে খেলে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচের দুইজন ভারতের। সুপার ফোরে টানা তিন ফিফটির পাশাপাশি গ্রুপপর্বের ম্যাচগুলোতেও ধারাবাহিক ছিলেন অভিষেক। ২০০ স্ট্রাইক রেটে ৩২ চার ও ১৯টি ছক্কায় ৩১৪ রান করেছেন তিনি। এই তরুণ খেলোয়াড় হয়েছেন টুর্নামেন্ট সেরা। অভিষেকের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছেন শ্রীলংকার পাথুম নিশাঙ্কা। শ্রীলংকা ফাইনালে না ওঠায় অভিষেককে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাননি...