এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। এর মাধ্যমে তারা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের জায়গা আরও মজবুত করল। এবার ছিল ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ জয় (প্রথমটি ২০১৬ সালে)। এছাড়া ওয়ানডে ফরম্যাটে ভারত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৫, ২০১০, ২০১৮ ও ২০২৩ সালে)। শ্রীলঙ্কা ছয়বার (পাঁচবার ওয়ানডে, একবার টি-টোয়েন্টি) আর পাকিস্তান দুইবার (দুটোই ওয়ানডে) শিরোপা জিতেছে। ৯-০:পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে ভারতের টানা নবম জয়। প্রতিপক্ষের বিপক্ষে রান তাড়ায় শতভাগ জয়ের রেকর্ডে এটিই সবচেয়ে বড়। ১২৭:তৃতীয় উইকেট পতনের পর ভারতের প্রয়োজনীয় রান। তিন উইকেট হারানোর পর এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার ঘটনা। সর্বোচ্চ ছিল ২০২২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে (১৩৪ রান, ২৬/৩ অবস্থা থেকে ১৬০ রান তাড়ার ঘটনা)।...