আমাদের নদী আমাদের অস্তিত্ব” স্লোগানে বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর তীরে মানববন্ধন ও প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকাল চারটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ব্রীজ সংলগ্ন মাতামুহুরী নদীর তীরে এ কর্মসূচি আয়োজন করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) চকরিয়া। এতে সহযোগী সংগঠন হিসেবে কর্মসূচিতে একাত্মত প্রকাশ করেছেনওয়াটারকিপার্স বাংলাদেশ, এনজিও সংস্থা কর্মনীড় ও চকরিয়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক একেএম বেলাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, কক্সবাজার...