রাশিয়া থেকে আমদানিকৃত সাড়ে ৫২ হাজার টন গম নিয়ে এমভি পার্থ নামের জাহাজ কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে নোঙর করেছে। সরকারি সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৫ তারিখে এ সংক্রান্ত নগদ ক্রয় চুক্তি হয়েছিল। সেই চুক্তির অংশ হিসেবে এই চালান আজ দেশে পৌঁছেছে। দ্রুত খালাসের লক্ষ্যে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে হয়েছে। আমদানি করা গমের মধ্যে ৩১ হাজার ৫শ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। রাশিয়া থেকে আমদানিকৃত সাড়ে ৫২ হাজার টন গম নিয়ে এমভি পার্থ নামের জাহাজ কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে নোঙর করেছে। সরকারি সূত্রে জানা যায়, গত ৭...