বারবার চোটের আঘাতে অনেক আগেই শীর্ষ পর্যায় থেকে অনেকটা পেছনে পড়ে গেছেন নেইমার। তারপরও আগামী বিশ্বকাপে দেশকে সুউচ্চে তোলার স্বপ্ন দেখেন তিনি। তবে, আরও এক চোটের আঘাতে তার সেই লক্ষ্য আবার বড় হুমকির মুখে পড়ে গেছে। হ্যামস্ট্রিং চোটের কারণে গত সপ্তাহ থেকে মাঠের বাইরেই আছেন নেইমার। সেরে ওঠার প্রক্রিয়ায় নতুন করে ফের আঘাত পেয়েছেন তিনি। সান্তোসের সভাপতি নিশ্চিত করে জানিয়েছেন যে, নভেম্বরের আগে ব্রাজিলিয়ান তারকার মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। ক্যারিয়ারে বহুবার মারাত্মক সব চোট পেয়েছেন নেইমার। তার এই দুঃসময়ের মূল পর্ব শুরু মূলত বার্সেলোনা থেকে ২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে যাওয়ার পর। ফরাসি ক্লাবটিতে তিনি বেশ সাফল্য পেলেও, বারবার মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে চোটে তার ছিটকে পড়ায় খুব ভুগতে হয়েছিল দলটিকে। সেখান থেকে ২০২৩ সালে তিনি পাড়ি...