মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ইলিশের দামের ক্ষেত্রে আমি খুব সুখবর দিতে পারছি না। এ জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আগেও বলেছি, বাংলাদেশের মানুষ যেন সাশ্রয়ী দামে ইলিশ খেতে পারে, সে জন্য আমরা গবেষণা চালাচ্ছি। আসল সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করছি। ইলিশের প্রাপ্তি শুধু অভিযান চালিয়ে মা ইলিশ রক্ষা করে হচ্ছে না, আমরা দেখছি আরও অনেক কারণ আছে। আশা করছি, এ বছর না পারলেও আগামীতে ভালো অবস্থায় আসতে পারবো।’ সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ইলিশের বাজারচিত্র উপস্থাপন করেন। এ সময় এসব কথা বলেন তিনি। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ ও সারা দেশের বাজার পরিস্থিতি জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ঢাকায় ৪০০...