২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও দাখিল মাদরাসার প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ। সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য...