কাতারের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল-ফয়সাল। সেই সঙ্গে তিনি ইসরায়েলের ‘একমাত্র মিত্র’ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন।রোববার (২৮ সেপ্টেম্বর) আরব নিউজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রিয়াদের কূটনৈতিক প্রাসাদে অনুষ্ঠিত রাষ্ট্রদূতদের নৈশভোজে বক্তব্য দেন তিনি।গাজায় ইসরায়েলি গণহত্যার অবসান ঘটাতে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার সময় কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে আক্রমণ করাকে তিনি ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেন। উপসাগরীয় দেশগুলো মনে করে, যুক্তরাষ্ট্র এই হামলার খবর আগে থেকেই জানত, কিছু তাদের আগে থেকে জানানো হয়নি।এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোকে নিরাপত্তার বিষয়ে দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের পক্ষ থেকে হুমকি এলে জোটের বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জন্য কাতারে আক্রমণটি আমাদের চোখ খুলে...